লক্ষ্মীপুরে এসডিএফে‘র উদ্যোগে উদ্দ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) লক্ষ্মীপুর জেলার উদ্যোগে “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)” প্রকল্পের আওতায় জেলার ০২ টি উপজেলার (কমলনগর ও রামগতি) ০৫ টি উৎপাদনকারী দলের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে ০৪ দিনব্যাপী (০৮-১১ ডিসেম্বর) “ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ” স্থানীয় সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
জেলা কর্মকর্তা (লাইভলিহুড) এস. এম. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণের সমাপনি দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ বজলুর রহমান ভুঁইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক (সাংগঠনিক দক্ষতা উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতা এবং যুব ও কর্মসংস্থান), এসডিএফ কুমিল্লা অঞ্চল।
জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফ উদ্দিন রুমি, জেলা সমবায় কর্মকর্তা, লক্ষ্মীপুর। মোঃ আমিনুল ইসলাম, জেলা কর্মকর্তা (সাংগঠনিক দক্ষতা উন্নয়ন), মোক্তার আহাম্মদ, জেলা কর্মকর্তা (হিসাব ও প্রশাসন), এসডিএফ, লক্ষ্মীপুর জেলা।
০৪ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে ৩০ জন উদ্যোক্তা প্রশিক্ষণার্থী সহ প্রাইভেট সেক্টর প্রতিনিধি, বিভিন্ন মার্কেট একটরস্ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোছা: ফরিদা ইয়াসমিন পপি, এসএমই ফাউন্ডেশন, ঢাকা।
উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আরইএলআই প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”। গ্রাম উন্নয়ন তহবিল (ভিডিএফ), এককালীন অনুদান, কমিউনিটি অবকাঠামো নির্মাণ, রিভলবিং বা ঘূর্ণায়মান তহবিল, উদ্যোক্তা উন্নয়ন, যুবদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও শিক্ষাবৃত্তিসহ নানাবিধ কার্যক্রম এই প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন