শারদীয়া দূর্গোৎসবের শুভেচ্ছা সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ’র

শেষ হলো অপেক্ষার পালা। বুধবার দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধন। বৃহস্পতিবার ষষ্ঠীপূজার মধ্য দিয়েই সারাদেশে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। এবার শরতে নয়, দেবী দুর্গা মর্ত্যে আসছেন হেমন্তে। করোনা মহামারির কারণে উৎসবের বদলে পূজায় সীমাবদ্ধ থাকছে মণ্ডপগুলো।

শারদীয়া দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

তালা-কলারোয়াবাসী সহ সকলকে শারদীয়া দূর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও দলটির সাতক্ষীরা জেলা সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপি স্বাস্থ্যবিধি মেনে পূজার আয়োজন এবং পূজার কার্যাদি সুসম্পন্ন করার আহবান জানিয়েছেন।