সচিবালয় ও ব্যাংকপাড়ায় ঈদের আমেজ

সাপ্তাহিক ছুটি দুইদিনসহ টানা পাঁচ দিন ঈদের ছুটি কাটিয়ে সরব হয়ে উঠেছে সচিবালয় ও ব্যাংকপাড়াসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম ছিল।

তবে অর্থ বছরের শেষ দিক হওয়ায় ব্যাংক, বীমা পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠানে ছিল কর্মব্যস্ততা।

প্রথম কর্মদিবসে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোলাকুলি করতে দেখো যায়। অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর গায়ে ছিল ঈদের নতুন পায়জামা-পাঞ্জাবি। সরকারি অফিসগুলোতে রয়েছে ঈদের আমেজ।

এদিকে ঈদের ছুটির পর বুধবার ছিল প্রথম অফিস। তবে একদিন পরেই শুক্র-শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় অনেকেই ঐচ্ছিক ছুটি কাটাচ্ছেন বলে জানা গেছে।

সকাল থেকেই সচিবালয়ের ভবনগুলোর বারান্দা, সিঁড়ি, লিফট ও কক্ষে কক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় হয়। একে অপরকে দেখামাত্রই বুকে জড়িয়ে ধরেন। গাড়ি রাখার জায়গাগুলোও ছিল পরিপূর্ণ। তবে দর্শনার্থী কিছুটা কম ছিল।

মন্ত্রীরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সচিবালয় ঘুরে দেখা গেছে সকালেই নিজ কার্যালয়ে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ দফতরে প্রবেশের পর তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর সকাল সাড়ে ১০টায় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সকাল সাড়ে ৯টায় নিজ কার্যালয়ে আসেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরিও সকাল ৯টার দিকে সচিবালয়ে আসেন। পরে তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সকাল সাড়ে ৯টার দিকে নিজ দফতরে প্রবেশ করেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ সকাল ১০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন। পরে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মকর্তা-কমর্চারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সকালে সচিবালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর মন্ত্রণালয়ের অসুস্থ এডিশনাল সেক্রেটারিকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বারোটার পর নিজ কার্যালয়ে এসে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া কেবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান যথাসময়েই নিজ দফতরে আসেন। পরে সবার সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে ব্যাংকপাড়ায় অর্থবছরের শেষদিকের কর্মব্যস্ততা ছিল কর্মীদের মাঝে। তবে গ্রাহক উপস্থিতি ছিল কম। যে কারণে লেনদেনও স্বাভাবিকের তুলনায় কম হয়।

প্রসঙ্গত, ২৬ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হয়। ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত পাঁচ দিনের ছুটি ভোগ করেন।