সব রুটে নৌ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দেশের সব রুটে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার রাত সাড়ে ৮টা থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানান বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন।

তিনি বলেন, নিম্নচাপের কারণে অভ্যন্তরীণ নৌবন্দরগুলোতে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত রয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে অবিরত বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে সারাদিন ঢাকার সদরঘাট থেকে লঞ্চ চলাচল কম ছিল। রাত সাড়ে ৮টার পর আর কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবার বেলা ১২টায় স্থল নিম্নচাপে পরিণত হয়ে কুমিল্লা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে মঙ্গলবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।