সরকারি সহায়তা বঞ্চিত প্রকৃত জেলেরা
বরগুনা: প্রতিদিন যে জাল ফেলে নদীতে মাছ ধরেন জেলেরা ঠিক সেই জালের উপর বসেই অনেকটা অলস সময় পার করছেন জেলেরা। ফাঁকে ফাঁকে চলছে জাল মেরামতের কাজ। উপকূলীয় নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার এ সময় জেলেদের দেয়া হয় সহায়তা। তবে বর্তমানে মাছ ধরার সাথে জড়িত জেলেদের নিবন্ধন হলেও জেলে কার্ড হাতে পায় নি তারা।
আবার কার্ড প্রাপ্ত অনেক জেলেরা বছরের পর বছর ধরছেন না মাছ, করেছেন পেশা পরিবর্তন। তবে পেশা পরিবর্তন করলেও তালিকা থেকে বাদ দেয়া হয়নি তাদের নাম। তাই সহায়তা দেয়া হলে প্রকৃত জেলেদের বঞ্চিত হবার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে অভিযোগ করে জেলেরা বলেন, যারা দশ বছর আগে জেলা কার্ড পেয়েছে তারা সহায়তা পায়। আর যারা নতুন মাছ ধরছে তারা কার্ড পায় না। এ সময় তারা আরো বলেন, আগের জেলে ও নতুন জেলেদের মধ্যে কার্ড ভাগাভাগি করে দিলে ভাল হবে।
অবশ্য জেলা মৎস্য কর্মকর্তার দাবি, জেলেদের সহায়তা ও সাহায্য দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে জনপ্রতিনিধিদের।
এ প্রসঙ্গে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, আমরা আশা করব যেহেতু জনপ্রতিনিধিদের মাধ্যমে এই কার্ড বিতরণ হয়। সুতরাং প্রকৃত জেলেদের মাঝেই যেন নির্বাচন করে কার্ড বিতরণ করা হয়।
এদিকে নতুন করে অনেকে জেলে পেশায় নিবন্ধন করায়, তালিকায় বেড়েছে দশ হাজার জেলে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন