সাতক্ষীরায় ফুটবলার সাবিনার উদ্যোগে শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইলচেয়ার বিতরণ

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের উদ্যোগে সাতক্ষীরায় শীতার্ত প্রতিবন্ধী, এতিম, নিঃসন্তান ও জলাবদ্ধতার ভিতরে বসবাস করা অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

২৯ শে জানুয়ারি রবিবার সকালে খানপুর মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকিরের সভাপতিত্বে শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বোন শিরিনা খাতুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক শাহাজান আলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ৫নং ওয়ার্ড শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ, সবুজ চুলার উদ্ধাবক মোস্তাক আহমেদ সিদ্দিকী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, ৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়ে বলেন, সাবিনা শুধু সাতক্ষীরার নয়, বাংলাদেশর গর্ব। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন।