সাতক্ষীরার কালিগঞ্জের ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণার মাধ্যমে টাকা দাবি, থানায় ডায়েরি

সাতক্ষীরা জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নামে 01754736571 ক্লোন করে বা অন্য কোন ফোন নম্বর থেকে মোবাইল কোর্ট করা হবে কথা বলে হয়রানি করছে মর্মে শোনা গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, কোনরকম আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার কোন বিকাশ নম্বর নাই কোন বিকাশ নম্বরে বা সরাসরি কোন ব্যাপারে কারো কথায় কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না।

এসকল প্রতারককে কোন কোন জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সহযোগিতা করছে মর্মে শোনা গেছে।
তাদের অবগত এবং সর্তক করার জন্য জানাচ্ছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কখনোই কোনো প্রকার মোবাইল করে বা অন্য কোন কথা বলে কোন প্রকার দোকানদার বা অন্য কারো কাছে কোন রকম টাকা পয়সা দাবী করবে না। দোকানদার বা অন্যান্য লোকদের কাছ থেকে টাকা আদায় করার ব্যাপারে কোনো জনপ্রতিনিধি বা গ্রামপুলিশ সহযোগিতা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কোন বিকাশ নাম্বার নেই।

প্রতারিত হওয়ার পূর্বে 01754736571 নম্বরে ফিরতি কল করে জানানোর জন্য অনুরোধ করেছেন।