সাতক্ষীরার কালিগঞ্জে অগ্নিকান্ডে তিনটি বাড়ির প্রায় সব পুড়ে ছাই

সাতক্ষীরার কালিগঞ্জে তিনটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই তিনটি বাড়ির প্রায় সব পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাঁকশিয়ালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

বাড়ি ৩টি পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য শুকচাঁদ গাজী, সোনা মনি, ভারসী দাসী জানান, ‘সন্ধ্যার দিকে হঠাৎ করেই তাদের বসত ঘরে আগুন লেগে যায়। প্রথম দিকে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।’

তারা আরো বলেন, ‘বাসস্থান হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে।’

‘কিভাবে আগুন লেগেছে তা তারা বলেতে পারিনি।’

স্থানীয় রিয়াজুল ইসলাম, মোতাহার হোসেন জানান, ‘আগুনে পুড়ে ওই তিনটি বাড়ির সব কিছু ছাই হয়ে গেছে। তবে কি কারণে, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারবো না।’

কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাছিম উদ্দিন জানান, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে।’