সাতক্ষীরার তালায় বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মো.জিল্লুর রহমান মোড়ল (৫৮)।

এ সময় গুরুতর আহত হয় একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মো. আবু তালেব (৭০)।

রবিবার বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর পেয়ারাতলা নামক স্থানে উক্ত ঘটনা ঘটে।

ঘাতক বাসটি (যার নম্বর- খুলনা মেট্রো- জ- ১১- ০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ঐ তিন মেটর সাইকেল আরোহী চুকনগর থেকে জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছা হতে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখেী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।