সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীদের অবশিষ্ট টাকা ফেরত দিলেন এক প্রধান শিক্ষক

যশোর বোর্ডের শিক্ষা ফেরতকৃত এবং কেন্দ্রের অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হয়েছে। ২০২১ এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে হওয়ায় পরীক্ষার্থীদের তত্ত্বীয় পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি বাবদ আদায় করা অব্যয়িত অংশ ফেরত দিয়েছে শিক্ষা বোর্ড।

বোর্ডের ফেরত দেওয়া অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়।

পরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি টাকা ফেরত পেয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সেই অবশিষ্ট টাকা ফেরত দিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মানবিক প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

এসময় আরো উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, লিপিকা রাণী, কবির হোসেন, তৈয়েবুর রহমান, শামিম পারভেজ, ফারুক হোসেন এমএম নওরজ, রাবেয়া খাতুন, সাবিনা শারমিন, শাহিনা পারভিন, নাজমা খাতুন, সিরাজুল ইসলাম প্রমূখ।