সাতক্ষীরায় প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক সেমিনার

সাতক্ষীরায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর অধীনে আবেদন ও নিষ্পত্তি বিষয়ক সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক একেএম শফিউল আযম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিআইবির জেলা সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, এড. হোসনে আরা হক, শেখ হেদায়তুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন নিজ অধিকারের নির্বাহী পরিচালক ড.দিলীপ কুমার দেব।

অনুষ্ঠানে সাতক্ষীরার শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।