সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিন জনসহ নিহত ৪

সাতক্ষীরায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিন জনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলায় গড়ইমহল এবং আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন। এছাড়া আশাশুনি উপজেলায় নিহত ব্যক্তির নাম জুয়েল সরদার। তিনি মাদ্রা গ্রামের কবির সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন, ছোট ছেলে রবিউল ও আলামিনের স্ত্রী সাবিনা নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ তাদের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

অপরদিকে, আশাশুনির মাদ্রা গ্রামের ঘের কর্মচারী জুয়েল সরদার ঘের থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক, তদন্ত) এস এম আজিজুর রহমান এবং আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।