সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির র‌্যালিও আলচনা সভা

বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তীর্ণ হওয়ায় ২২ সে মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষ সপ্তাহ ১৮ উপলক্ষে র‌্যালী ও আলচনা সভা অনুিষ্ঠত হয়।র‌্যলিতে অংশগ্রহন করেন সমিতির কর্মকর্তা কর্মচারি, সুধি জন, সংবাদিক সহ স্থানীয় বেক্তিবর্গ।

বক্তারা বলেন , ১৯৮২-২০১৫ সালে ১ লক্ষ ২৫ হাজার ও ১৫-১৮ সালে ২ লক্ষ ৫ হাজার গ্রাহক সংখ্যা বাড়ে। মোট সংযোগ নির্মান ৬০০০ কিলোমিটার, সিস্টেম লস ১৪-১৫ সালে ১৫.১৩ %,বর্তমান উন্নীত হয়ে ৯.১৩ %আমরা রাত দিন আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদের সভাপতিত্তে বক্তব্য রাখেন ,জি এম নজরুল ইসলাম,শাহ আলম টিটো, আব্দুল গফুর মোড়ল, ডি জি এম জিয়াউর রহমান (ঝাওডাঙ্গা ব্রাঞ্চ), তুষার কান্তি মন্ডল(কালীগঞ্জ), গবিন্দ আগরওয়াল(কারিগরী সদর) ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা বৃন্দ, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস।