সারাদেশে গ্যাসের দাম বৃদ্ধি যৌক্তিক : ওবায়দুল কাদের

আজ সোমবার (০১ জুলাই) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধি জনগণের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও এর যৌক্তিক কারণ আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, এলএনজি আমদানি ব্যয় সমন্বয় করতেই এ সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

কাদের বলেন, বর্তমানে প্রতি ইউনিট এলএনজি আমদানি মূল্য ৩৯ টাকা। ব্রেন্ডিং মূল্য ১২.৫০ পয়সা। এই হিসেবে বর্তমানে মাসে এক হাজার ৮৬০ টাকা লোকসান হচ্ছে। এখানে সমন্বয়য়ের প্রয়োজন ছিল এবং সেটাই করা হচ্ছে। আমি যতটুকু জেনেছি, এই টাকা সমন্বয়ের পরও সরকারকে ভর্তুকি দিতে হবে।

এসময় তিনি ওয়েজবোর্ড নিয়ে বলেন, ‘ওয়েজবোর্ড শিগগিরই হবে, কিছু দিনের মধ্যেই দিয়ে দেব। এটা আর ঝুলিয়ে রাখা সম্ভব নয়। জুলাই মাসের মধ্যেই নবম ওয়েজবোর্ডের রোয়েদাদ ঘোষণা করা সম্ভব।’