সিরাজগঞ্জের বেলকুচিতে বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনা, মিনি (ইটিপি) প্লানের উদ্বোধন

সিরাজগঞ্জ বেলকুচিতে বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনা, মিনি (ইটিপি) প্লানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই কুটি পাড়া সিঁড়ি মসজিদ সংলগ্ল মিনি-ইটিপি স্থাপনকারী উদ্যোক্তা হাজী আনোয়ার মোল্লার বাড়িতে (পিকেএসএফ) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক কারিগরি সহায়তায় ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি’র বাস্তবায়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট-এসইপি’র আওতায় বাস্তবায়নাধীন উপ-প্রকল্প “সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যা সমুহ বিবেচনায় রেখে গুণগত মানসম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”-এর তত্ত্বাবধায়নে উদ্ভাবিত মিনি-ইটিপি’র উদ্বোধন করা হয়।

ইটিপি প্লান উদ্বোধন অনুষ্ঠানে আরডিও, এনডিপি, এসইপি-তাঁত ও ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের চেয়ারম্যান আশিক আহমেদের সঞ্চালনায় ও পরিচালক সিএসপি, এনডিপি সিরাজগঞ্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর, বেলকুচি উপজেলা তাঁত বোর্ডের লিয়াজোঁ কর্মকর্তা তন্বী খাতুনসহ অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।