সেলিমা-রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় ৭ নেতা হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীসহ দলটির সাতজন কেন্দ্রীয় নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে কয়েকজন করোনাবাইরাসে আক্রান্ত। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অবস্থা গুরুতর।

এ ছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার করোনা পজিটিভ এসেছে তাঁর। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন-নবী খান সোহেল, গাইবান্ধা জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সস্ত্রীক হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। এসব নেতারা রোগ মুক্তি কামনায় দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।