স্কুল ভবনের ভিম ধসে শিক্ষার্থী নিহত, আহত ১০
বরগুনা জেলার তালতলীতে ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রেড ভিম ধসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মানসুরা বেগম (৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ১০ শিক্ষার্থী। আহতদের মধ্যে ৩ শিক্ষার্থীর অবস্থা গুরুতর। শনিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানসুরার বাবার নাম নজির হোসেন তালুকদার। বাড়ি তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে।
পিকে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন চুন্নু জানিয়েছেন, তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণ করেন, বরগুনা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। ভবনটি নির্মাণের এক বছরের মধ্যেই গ্রেড ভিমে ফাটল ধরেছিল।
শনিবার ক্লাস চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে গ্রেড ভীম ভেঙ্গে ১০ জন শিক্ষার্থী আহত হয়। মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী মানসুরা বেগমকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। রুমা আক্তার, ইসমাইল হোসেনসহ আহত তিন শিক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকেরীন জাহান জানান, তার শাশুড়ির অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন। ভিম ধ্বসে শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করেছেন।
আমতলী থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত মানসুরার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতরাও ভর্তি আছে, তবে তারা অনেকটা আশংকামুক্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন