স্পেনে হামলাকারীর ছবি প্রকাশ, আত্মসমর্পণের পর পুলিশের নাকচ

স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনায় মরক্কোর এক নাগরিককে সম্ভাব্য হামলাকারী হিসেবে আটক করেছে কাতালান পুলিশ।

২৮ বছরের ওই তরুণের নাম দ্রিস ওকাবির। আগে তিনি স্পেনের মার্সেই শহরে বসবাস করলেও এখন থাকেন বার্সেলোনার রিপোল শহরে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টায় বার্সেলোনার ব্যস্ততম পর্যটন এলাকা রাম্বলাসে শত শত পথচারীর ওপর পিকআপভ্যান তুলে দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনার পর দ্বিতীয় সন্দেহভাজন হিসেবে ওকাবিরের নাম প্রকাশ করা হয়।

এর পরপরই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন ওকাবির। তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে বারবার দাবি করেন, হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ সঠিক নয়।

তিনি জানান, হামলার আগে তার পরিচয় সংক্রান্ত কাগজপত্র চুরি হয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার বিকালে হামলার ঘটনার পর স্পেনের সংবাদ মাধ্যম জানায়, এ হামলায় ব্যবহৃত সাদা ফিয়াট পিকআপটি ওকাবির ভাড়া নিয়েছিলেন।

ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরের একটি গাড়ি ভাড়া কোম্পানির কাছ থেকে তিনি পিকআপটি ভাড়া নেন।

অভিযোগ ওঠার পর ওকাবির পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

এ সময় কাতালান পুলিশের আঞ্চলিক প্রধান জোসেফ লুইস ট্রাপেরো জানান, হামলায় জড়িত যে গাড়িচালককে খোঁজা হচ্ছে, দ্রিস ওকাবির তিনি নন বলে জানান ।

তবে গাড়ি ভাড়ার অভিযোগের কারণে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।

মরক্কোর তরুণ ওকাবির ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হানাদার সেনাদের নিপীড়নের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলন।

তবে তিনি র‍্যাপ গান ও প্রিজন ব্রেক নামের একটি টিভি সিরিয়াল পছন্দ করতেন বলে ফেসবুকে তথ্য পাওয়া গেছে।