নেত্রকোণায় মগড়া নদী দখলমুক্ত রাখতে গ্রীন ভয়েস এর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

নেত্রকোণার মগড়া নদী দখল ও দূষণমুক্ত রাখতে গ্রীন ভয়েস নামে একটি সংগঠন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (৫ মে) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস মগড়া নদীকে দখল ও দুষনমুক্ত রাখার দাবিতে জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর নিকট স্মারকলিপি প্রদান করে। বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তন পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারন।বনোজার ও নদীর নাব্যতা হারানোর জন্য এ বিপর্যয় বলে দাবি করছেন পরিবেশবিদগণ।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। ভূমি দখলের নামে নদী দখলের উৎসব সারা দেশে জুরে। প্রকৃতির নির্মলতা রক্ষায় বৃক্ষ ও নদীকে সবার আগে জায়গা দিতে হবে। নদী ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। নদীকে যে দেশের মা বলা হয় সেই দেশের নদীগুলো মরে যাওয়া মানে অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। এভাবে চলতে থাকলে দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা খুবই কঠিন হবে।

গ্রীন ভযেস বলছে যেখানে নদী বা জলাশয় রয়েছে সেখানেই দখল ও দূষনের উৎসব চলছে। মগড়া নদীসহ জেলার সকল নদী ও জলাশয় দখল ও দূষণমুক্ত রাখার দাবি জানিয়েছে গ্রীন ভয়েস নামে পরিবেশবাদী এই সংগঠনটি।

গ্রীন ভয়েস শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এর নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।