‘হঠাৎ সচিবদের বিশেষ বৈঠকের’ খবর সঠিক নয় : মন্ত্রিপরিষদ সচিব

‘হঠাৎ সচিবদের বিশেষ বৈঠকের’ খবর সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেছেন, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। আলাদা কোনো বিশেষ সভা করা হয়নি।

সোমবার সচিবালয়ে সভা শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, হঠাৎ সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ কোনো মিটিং ছিল না। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল হওয়ার কথা ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম আছে। সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি, আর কিছু নয়।

বিশেষ সচিব সভা ডাকা হয়েছিল কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, না, না, না। আমাদের সাধারণ সভা হয়েছে। তিনি বলেন, এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি সে কমিটির সভা।

আজকের বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মিটিংয়ে সাধারণত যেসব জিনিস আলোচনা করি, সেটা আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগ বিধি ছিল, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয় ছিল- সেগুলো আমরা করেছি।

বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সভায় এটা নিয়ে আলোচনা হয় না।

মাঠ প্রশাসন নির্বাচনের আগে কী ভূমিকা রাখবে-এ সংক্রান্ত কোনো নির্দেশনা নিয়ে কথা হয়েছে কিনা- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, না, না। এ রকম কোনো বিষয়ে না।