স্বামীর কথার বাইরে যান না সানি!
স্বামী ড্যানিয়েল ওয়েবারের প্রশংসায় পঞ্চমুখ হলেন সানি লিওন। এমনকি স্বামীর কথার ছাড়া এক পা-ও তিনি নড়েন না, এমন কথাই জানালেন।
সানি লিওনের এই পতিব্রতা রূপটি তার ভক্তদের অনেকেরই হয়তো কৌতূহলের জন্ম দেবে। তার কথায়, বলিউডে পরিচিতি, খ্যাতি সবকিছুর পেছনেই স্বামীর অনুপ্রেরণা কাজ করেছে। এককথায় সানির বলিউড যাত্রায় ‘পিলার অব ষ্ট্রেনথ’ হলেন তার স্বামী।
এমনকি স্বামীর অনুমতি না নিয়ে, কোন কাজেই চুক্তিবদ্ধ হন না তিনি। কোন কাজের সুযোগ এলে যদি স্বামী বেচারার অনুমতি মেলে, তবেই নাকি সানি তা করতে রাজি হন। এ ব্যাপারে সানি লিওন বলেন, ‘ড্যানিয়েল কোন স্ক্রিপ্ট পড়ে অনুমতি দিলেই তবে আমি তা করি, নইলে নয়।’
সম্প্রতি স্বামীকে চুমু দেবার একটি দৃশ্য সানি তার ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেন। ছবিতে দেখা যায়, স্বামীকে গভীর আলিঙ্গনে গালে চুমু খাচ্ছেন।
কিছুদিন আগেও স্বামীর সঙ্গে দুবাইয়ে সুন্দর সময় কাটিয়ে এসেছেন তিনি। আর ‘দুবাই টাইমস’ শিরোনামে সেই ছবিগুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।-টাইমস অব ইন্ডিয়া
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন