শরীয়তপুরের ডামুড্যায় বর যাত্রীসহ বাস খাদে, নিহত ২
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের মডেরহাট বাজার সংলগ্ন ভাদরীকান্দি এলাকায় বর যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয় ও ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী।
নিহতরা হলেন, ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও গ্রামের মতি বেপারীর ছেলে রুবেল বেপারী (১৯) ও সেলিম শিকদারের ছেলে তাজেল শিকদার (১৯)।
ডামুড্যা থানা পুলিশের মো: মাহবুবুর রহমান চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে ধানকাঠি ইউনিয়নের মডেরহাট এলাকার মুজাই হাওলাদারের বাড়ি থেকে বর যাত্রীবাহী বাস শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর যাওয়ার পথে ভাদরী কান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদেরকে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তিনি জানান, অন্তত ৫৬ জন যাত্রী নিয়ে বিয়ের গাড়িটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ উদ্ধার কাজ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন