কাতারকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলল আমিরাত!
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের এক বিতর্কিত উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটি। আবুধাবিতে একটি নতুন জাদুঘরে সংরক্ষিত একটি বিশ্ব মানচিত্র থেকে কাতারকে মুছে ফেলা হয়েছে। খবর আনাদলু এজেন্সির।
গত সপ্তাহে ওয়াশিংটন ইন্সটিটিউটের শিমন হ্যান্ডারসন ‘কাতার/আমিরাতের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে’ শিরোনামে একটি বিশ্লেষণী প্রতিবেদন লেখেন। এ প্রতিদ্বন্দ্বিতার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘জাদুঘরে স্থান পাওয়া বিশাল আকারের বিশ্ব মানচিত্র থেকে কাতারকে পুরোপুরি মুছে ফেলেছে আমিরাত।’
হ্যান্ডারসন বলেছেন, ‘আবুধাবিতে চালু হওয়া লুভর মিউজিয়ামের শিশুদের বিভাগে মানচিত্রে আরব উপসাগরীয় অঞ্চলের দক্ষিণের উপদ্বীপ কাতারকে সম্পূর্ণরূপে বাদ দেয়া হয়েছে। এটি একধরনের ভৌগোলিক বিলোপ- যা সম্ভবত ফ্রান্সের চুক্তির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়, যাতে আবুধাবি লুভর নাম ব্যবহার করতে পারে।’
ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামের নামে লুভর আবুধাবি মিউজিয়াম প্রতিষ্ঠার জন্য গত বছর ফ্রান্সকে ৫২০ মিলিয়ন ডলার দেয় সংযুক্ত আরব আমিরাত। পাঁচ বছর আগে এ জাদুঘরটি আবুধাবিতে চালু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখে গত নভেম্বরে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন