জামায়াতের এমপি-মন্ত্রী প্লট নেবে না, ট্যাক্সবিহীন গাড়িতেও চড়বে না : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্য ও মন্ত্রীরা সরকারি বরাদ্দের প্লট নেবে না এবং ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের যদি সুযোগ দেন তাহলে মালিক হবো না, সেবক হবো। আমরা ঘোষণা দিচ্ছি, জামায়াত থেকে আগামীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার নেবেন না। এমপি-মন্ত্রীরা সরকারি প্লট বরাদ্দ নেবেন না, ট্যাক্সবিহীন গাড়িতেও চড়বেন না। নিজ হাতে সরকারি বরাদ্দের টাকা চালাচালিও করবেন না।

ডা. শফিকুর রহমান বলেন, তারা (জামায়াতের এমপি-মন্ত্রী) নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তার বিবরণ তুল ধরতে বাধ্য হবেন। চাঁদা আমরা নেবো না, দুর্নীতি আমরা করবো না। চাঁদা নিতে দেবো না, দুর্নীতি আমরা সহ্য করবো না।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে সমাবেশে সমাপনী বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য দিতে শুরু করেন। কিন্তু দ্বিতীয়বারও তিনি মঞ্চে পড়ে যান। পরে মঞ্চে বসেই বাকি বক্তব্য দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, আমি এখানে জামায়াতের আমির হিসেবে কথা বলতে আসিনি, কারও পক্ষ হয়েও কথা বলতে আসিনি। আমি ১৬ কোটি মানুষের হয়ে কথা বলতে এসেছি। কিন্তু শরীর আমাকে সহযোগিতা করেনি। এটাও আল্লাহর ইচ্ছা, আমি এখন কথা বলতে পারছি। যতক্ষণ আমার হায়াত থাকবে, ততক্ষণ কেউ আমাকে নিস্তেজ করতে পারবে না।