ফের সেনা বাড়িয়েছে মিয়ানমার, সতর্কবস্থায় বাংলাদেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে আজ রোববারও সেনা সংখ্যা বাড়িয়েছে মিয়ানমার। কাঁটাতারের বেড়ার কাছেই অস্ত্রশস্ত্র নিয়ে টহল দিচ্ছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি।
তবে নতুন করে বাংলাদেশ সীমান্তে বিজিবির কোনো জনবল বাড়ানো হয়নি। সীমান্ত পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
প্রশাসন-বিজিবি ও স্থানীয়রা জানায়, রোববার সকালে ফের সীমান্ত অঞ্চলে শতাধিক সেনা সংখ্যা বাড়িয়েছে মিয়ানমার। পিকআপ ভ্যান এবং মোটর সাইকেলে করে অস্ত্রশস্ত্র নিয়ে টহল দিচ্ছে মিয়ানমারের সেনা-বিজিপি।
মিয়ানমার অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলে তুমব্রু সীমান্তে আচমকা সেনা সংখ্যা বাড়াচ্ছে। আবার হঠাৎ করেই সংখ্যা কমিয়ে সেনাদের কাঁটাতারের বেড়ার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক জানান, সীমান্তে নতুন করে মিয়ানমারের সেনা সংখ্যা বৃদ্ধি বিষয়টি তাদের জানা নেই। মিয়ানমার অভ্যন্তরীণ নিরাপত্তার প্রয়োজনে সীমান্তে সেনা-বিজিপির টহল বাড়িয়েছে বলে মিয়ানমার আমাদের জানিয়েছে।
তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সার্বিক পরিস্থিতি পর্যক্ষেণ করছেন বিজিবি। বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্ত সুরক্ষায় সতর্ক টহল রয়েছে।
তুমব্রু সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ এবং রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ, নূর হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় মিয়ানমারের সেনা সংখ্যা কমানো হলেও রোববার সকালে আবারো বাড়ানো হয়েছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কাঁটাতারের বেড়ার কাছেই অস্ত্রশস্ত্র নিয়ে প্রহড়া দিচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন শূন্যরেখার রোহিঙ্গা এবং তুমব্রু সীমান্ত অঞ্চলের বাংলাদেশিরা।
সূত্র জানায়, গতবছরের আগস্টে মিয়ানমারের রাখাইনে নির্যাতনের ভয়ে পালিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু কোনাকখালের পাড়ে শূণ্যরেখায় আশ্রয় নেয় প্রায় ৬ হাজার রোহিঙ্গা। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
গত বুধবার থেকে সীমান্তের তুমব্রু পয়েন্টে দফায় দফায় পর্যন্ত কমপক্ষে ১৫ পিকআপ ভ্যান সেনা-বিজিবি অস্ত্রশস্ত্র নিয়ে মোতায়েন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন