বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে নিয়ে গেছে একটি সশস্ত্র সন্ত্রাসী দল।
এসময় তারা ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার পর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার চাকরিজীবীদের ঈদের বেতন ও বোনাস ব‌্যাংকে নিয়ে যাওয়া হয়। রাতে সোনালী ব‌্যাংকে হানা দেয় সশস্ত্র সন্ত্রাসী দল। এ সময় ব্যাংকে থাকা নগদ টাকাসহ ১৪টি অস্ত্র ও ব‌্যাংকের ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা। তবে ব‌্যাংক থেকে কত টাকা নিয়ে গেছে তা জানা যায়নি।

রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে একদল সশস্ত্র বাহিনীর সদস্য এসে ব্যাংক থেকে নগদ টাকা, ১৪টি অস্ত্র ও ব্যাংকের ম্যানেজারকে নিয়ে গেছে। তবে টাকার পরিমাণ কত তা এখনও জানা যায়নি।

ঘটনাটি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ঘটিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেন তিনি।