ওয়ার্নারকে বিপিএলে পেয়ে উচ্ছ্বসিত মোস্তাফিজ

প্রথমবার বিপিএল খেলতে এসেছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার। গেল বুধবার ঢাকায় পা রাখেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগে তাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত টাইগার বোলিং বিস্ময় মোস্তাফিজুর রহমান।

আইপিএল খেলতে গিয়ে ওয়ার্নারের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে মোস্তাফিজের। ২০১৬ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একসঙ্গে খেলেন তারা। ওই আসরে শিরোপাও জেতে ফ্র্যাঞ্চাইজিটি। সেই দলের অধিনায়ক ছিলেন অজি ওপেনার। বোলিং আক্রমণে তার তুরুপের তাস ছিলেন কাটার মাস্টার। সেই থেকে বন্ধুত্ব, যা এখনও অটুট আছে।

এবার বিপিএল খেলতে এসেছেন ওয়ার্নার। যদিও ভিন্ন দলের হয়ে খেলবেন তিনি। মাঠ মাতাবেন সিলেট সিক্সার্সের হয়ে। আর রাজশাহী কিংসে খেলবেন মোস্তাফিজ। তবুও উচ্ছ্বসিত বাংলাদেশ পেস সেনসেশন।

ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে সিলেট-রাজশাহী। এর প্রথমদিনেই ওয়ার্নারের দেখা পেয়েছেন মোস্তাফিজ। সাবেক সতীর্থ কাম বন্ধুকে পেয়ে বেজায় খুশি দ্য ফিজ। একসঙ্গে ফ্রেমবন্দিও হন। সেই ছবি পোস্ট করে টুইট করেন বাঁহাতি পেসার।

মোস্তাফিজ লেখেন, তোমাকে বাংলাদেশে দেখে খুশি হলাম। এতটাই আনন্দিত যে, তা যা ভাষায় প্রকাশ করতে পারছি না। এবারের বিপিএলে তোমার অংশগ্রহণে আমি দারুণ উচ্ছ্বসিত।

দক্ষিণ আফ্রিকায় আলোচিত বল টেম্পারিং কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন ওয়ার্নার। খেলতে পারেননি নিজ দেশের তুমুল জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। ফলে বিপিএলে খেলার সুযোগটা দু’হাত ভরে লুফে নিয়েছেন তিনি।

আসছে ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযানে নামবে ওয়ার্নারের সিলেট সিক্সার্স। আর উদ্বোধনী দিনে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে মোস্তাফিজের রাজশাহী কিংস।