‘কোহলিকে দাও, গোটা পাকিস্তান টিম নিয়ে নাও’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে ১২৪ রানে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় হাহাকার পড়ে গেছে। এর মধ্যে পাকিস্তানেরই এক সাংবাদিকের ট্যুইট সেই ক্ষতে যেন নুনের ছিটা দিয়েছে।

ওই সাংবাদিকের নাম নজরানা গফফর। ভারতীয় দলের প্রশংসা করে ট্যুইট করেন তিনি। লেখেন, গোটা পাকিস্তানি দলের বদলে বিরাট কোহলিকে এক বছরেরর জন্য দিয়ে দিক ভারত।

এরপর দুই দিক থেকে তাকে ইচ্ছামতো তিরস্কার করা হয়। তারপরও নিজের অবস্থান থেকে সরে আসেননি নজরানা। টুইট মুছেও দেননি। খানিক পরে আবার টুইট করেন, প্রিয় পাকিস্তানি গ্রুপস অফ প্লেয়ার্স- অন্তত জয়ের ভান করতেও তো পারতে!

প্রসঙ্গত, বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলো হাফিজ-মালিকরা। তবে এই ম্যাচ জয়ের পর কোনো ট্যুইট করেননি তিনি।