খালেদার মুক্তিতে লাগবে আরও তিন মামলার জামিন

কুমিল্লায় হত্যা মামলায় উচ্চ আদালতে জামিন পেয়েছেন খালেদা জিয়া। বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া ৩৬টি মামলার মধ্যে কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জন হত্যার মামলাটি বেশ গুরুতর। বুধবার (০৬ মার্চ) উচ্চ আদালতে এ মামলায় জামিন হওয়ার পর বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, বাকি তিনটি মামলাতেও জামিন মিলবে।

এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, এ জামিনের বিরুদ্ধে আপিল করা হবে। এছাড়া তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকায় মুক্তি বিলম্বিত হবে বলেও মনে করেন তিনি।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। আমরা মনে করি কোর্ট সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। যে দুই মামলায় সাজা দিয়েছিল সেই দুই মামলা বাদে বাকিগুলোতে জামিনে আছেন।

মুক্তি পেতে বিএনপি চেয়ারপারসনকে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা এবং মানহানির এক মামলায় জামিন নিতে হবে।