নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে রোনালদো

রোনালদো ভক্তদের জন্য খারাপ খবর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে দ্য ফেনোমেনোন। অবকাশ যাপনের জন্য স্পেনের সমুদ্র সৈকত ইবিজায় ছিলেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সেখানেই নিউমোনিয়ায় আক্রান্ত হলে শুক্রবার তাঁকে নেওয়া হয় ইবিজার ক্যান মিসেস হাসপাতালে। সেখানে তাঁকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

দিয়ারিও দি ইবিজার তথ্য অনুযায়ী, রোনালদো নিজেই এ হাসপাতালের কাছ থেকে রিলিজ নিয়ে একটি ব্যক্তি মালিকানাধীন ক্লিনিকে চলে এসেছেন। আপাতত নুয়েস্ত্রা সেনোরা দেল রোসারিও পলিক্লিনিকের আইসিইউতে আছেন রোনালদো। শেষ খবর পাওয়া তাঁর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৪ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া রোনালদোকে বলা হয় সবচেয়ে পরিপূর্ণ স্ট্রাইকার। মাত্র ২০ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জিতেছেন ফিফা বর্ষসেরার খেতাব। জিদান এবং মেসির সঙ্গে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিন বা তার অধিকবার জিতেছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়।