‘মেগা প্রকল্প বাস্তবায়ন যুদ্ধের মতো’

ইমদাদুল হক মিরন, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মেগা প্রকল্পটি বাস্তবায়ন রীতিমত যুদ্ধের সমান এমন কথা বলে সোমবার (২৯ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পৃথক দুটি মতবিনিময় সভায় তিনি বলেন ‘মেগা প্রকল্প নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্রকারীরা সংখ্যায় অল্প, প্রকল্পটি নিয়ে বিন্দু পরিমাণ অন্যায্য হচ্ছে না, এ প্রকল্পের বাস্তবায়ন যুদ্ধের মতো, প্রকল্পটি বাস্তবায়িত হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল সংকট দূরীভূত হবে এবং সকল ধরনের প্রয়োজন মেটানো সম্ভবপর হবে। আমাদের প্রকল্পটির বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে।’ বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার (চলতি দ্বায়িত্ব) ড. মোঃ আবু তাহের মত বিনিময় সভায় বলেন, ‘প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূরীকরণে সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। শুরুতে বর্তমান ক্যাম্পাসের পাশের জায়গাতেই ভূমি অধিগ্রহনের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান ক্যাম্পাসের পাশের জায়গা থেকে ২০০ একর ভূমি অধিগ্রহণ করতে ১৫০০ কোটি টাকা ব্যয় হতো। কিন্তু বর্তমান ক্যাম্পাস থেকে ১.২ কিলোমিটার দূরে মাত্র ৫০৯ কোটি টাকায় ২০০ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। তাছাড়া বর্তমানে যে ৫০ একর ভূমি রয়েছে, সেটিকে কেন্দ্র করে ভূমি অধিগ্রহণ করে নতুন করে একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা সম্ভব নয়। তাছাড়া অনেক ক্ষেত্রেই ভূমি অধিগ্রহন এলাকায় বসতি থাকলে সে জায়গার অধিগ্রহণ নিয়ে জটিলতায় পড়তে হয়, অনেক ক্ষেত্রে অধিগ্রহন করা যায় না। তাই জটিলতা এড়াতে এবং একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ১.২ কিলোমিটার দূরত্বে ভূমি অধিগ্রহন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় লোকজনও ক্ষতিগ্রস্ত হবে না। বরং এ এলাকায় উন্নয়নের পরিমাণ বাড়বে। তিনি সবাইকে বিভ্রান্তি পরিহার করে প্রকল্পটির বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।’

সভায় আরও বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান তিনি বলেন, ‘সকলের স্বার্থে উন্নয়ন প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়ন প্রয়োজন। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীদারগণ লাভবান হবেন।’

উল্লেখ্য গত ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।