ঝালকাঠির কাঠালিয়ায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে (১৪ মে) মঙ্গলবার বিকাল ৪ টায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দীন এর সভাপতিত্বে কাঠালিয়া উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম কর্তৃক এ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সঞ্জয় দাস সহকারী কমিশনার ভুমি কাঠালিয়া ঝালকাঠি, কাঠালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম।
মোঃ রেজাউল করিম ব্যাবস্থাপক সোনালী ব্যাংক মোঃ নাঈম আহম্মেদ ব্যাবস্থাপক রুপালী ব্যাংক, মোঃ মামুন পরিসংখ্যান অফিসার, কাঠালিয়া থানার তদন্ত ওসি সমীর ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, এবং উপজেলার বিভিন্ন স্থানের কৃষক গন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন