অর্নিদিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

অবশেষে অর্নিদিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। ক্রিকেট বিষয়ক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে। করোনাভাইরাসের কারণে ভারতের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। এর মাঝেও অনেকটা চ্যালেঞ্জ নিয়েই আয়োজিত হচ্ছিল আইপিএল।

যদিও সোমবার দুটি ফ্র্যাঞ্চাইজির (কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস) কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই আইপিএল বন্ধের দাবি ওঠে।

এমতাবস্থায় সোমবারই দিল্লির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সবাইকে আইসোলেশনে যেতে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ গত ২৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ম্যাচ খেলেছে তারা। নিয়ম মেনে আইসোলেশনে আছে পুরো দিল্লি স্কোয়াড।

এ বিষয়ে দিল্লির এক কর্মকর্তা বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের শেষ প্রতিপক্ষ ছিলাম আমরা। এ কারণে বিসিসিআই থেকে আমাদের কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। এছাড়া আমাদের সবাইকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ফলে আমরা সবাই এখন আমাদের রুমে আছি।’

কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তা অবশ্য এখনো জানানো হয়নি। এর ফলে মঙ্গলবার (৪ মে) মোতেরায় নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি অনুশীলন করতে পারবে কি না তা নিশ্চিত নয়। সেই কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘অনুশীলন সেশন চলবে কি না তা নিয়ে আমাদের কোনো কিছু জানানো হয়নি।’