আইএস নেতা বাগদাদির ছেলে আল বাদরি নিহত!

ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির ছেলে নিহত হয়েছেন। বাগদাদির এই ছেলের নাম হুদায়ফাহ আল বাদরি। সিরিয়ার হোমস শহরে নিহত হয়েছেন তিনি। মঙ্গলবার আইএস-এর একটি চ্যানেল এ তথ্য জানিয়েছে।

আইএস-এর চ্যানেলটি এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার হোমসে এক অভিযানে অংশ নিতে গিয়ে আল বাদরি নিহত হয়েছেন।

চ্যানলটিতে স্বয়ংক্রিয় রাইফেল বহনকারী এক কিশোরের ছবি দেখানো হয়েছে। কিন্তু বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ওই বিবৃতির ভাষ্যে বাগাদাদি এখনও জীবিত আছেন বলে জানানো হয়েছে। তবে তিনি কোথায় আছেন তা জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালে আইএস যোদ্ধারা উত্তর ইরাকের অধিকাংশ এলাকা দখল করে নেয়। এরপর মসুলের এক মসজিদ থেকে আবু বকর আল বাগদাদি ইসলামি খিলাফতের ঘোষণা দেন। আইএস বিরোধী বিভিন্ন অভিযান চলাকালে বাগদাদি নিহত হয়েছেন বলে প্রায়ই দাবি উঠে। কিন্তু তাঁর মৃত্যুর খবর এখনও রহস্যাবৃত রয়ে গেছে।

সূত্র: রয়টার্স