আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসার’ ক্যাটাগরি বাড়ানোর ঘোষণা

সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসার ক্যাটাগরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পেশাজীবী, বিশেষ ডিগ্রিধারী ছাড়াও অন্যান্য বিদেশিদের জন্য এটি বাড়ানো হবে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এই ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, দেশটিতে গোল্ডেন ভিসার মাধ্যমে ১০ বছর বসবাসের সুযোগ পান একজন বিদেশি।
আর এবার এর ভিসার ক্যাটাগরি বাড়ানো হচ্ছে। ফলে আরও অনেক বিদেশি দেশটিতে অবস্থান করতে পারবেন।

রবিবার এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট জানান, গোল্ডেন ভিসার মেয়াদ বাড়ানোর তালিকায় রয়েছেন সব ধরনের ডক্টরেট ডিগ্রিধারী, মেডিকেল চিকিৎসক এবং কম্পিউটার, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ও বায়োটেকনোলজি প্রকৌশলী।

এছাড়াও আমিরাতে পড়াশোনা করছে এমন শিক্ষার্থী এবং বিশেষ কিছু বিশ্ববিদ্যালয় থেকে ৩ দশমিক ৮ বা তার ওপরে সিজিপিএ অর্জনকারীরাও রয়েছেন এই তালিকায় ১লা ডিসেম্বর থেকে দেশটিতে গোল্ডেন ভিসা সুবিধা কার্যকর হবে।