ইউটিউবার দুর্জয় সানির এগিয়ে চলা

সময় এখন তারুণ্যের। হোক কর্পোরেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র জয়জয়কার তরুণ প্রজন্মের। ফেসবুক, ইউটিউব দুই মাধ্যমেই জনপ্রিয় তরুণ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর দুর্জয় সানি।

চার বছর আগে শখ করে ছবি তোলার জন্য কিনেছিলেন ডিজিটাল ক্যামেরা। তখন আবার ইউটিউবে বিভিন্ন ভিডিও কন্টেন্ট দেখে নিজের মাঝেও নতুন কিছু করার আগ্রহ জন্ম নেয়। সে থেকেই শুরু দুর্জয়ের জয় করার যাত্রা। শুরুতে তেমন সাড়া না ফেললেও এখন তরুণ প্রজন্মের মাঝে বেশ সাড়া ফেলছে এই ইউটিউবার।

ইউটিউবিং নিয়ে দুর্জয় বলেন, সকলের ভালোবাসায় ইউটিউবই এখন আমার কাছে সবকিছু। কাজ করে খুবই ভাল লাগে।

“খুব খারাপ লাগতো। এতো কষ্ট করে ভিডিও তৈরি করতাম কিন্তু খুব কম মানুষ দেখতো। তবে নিজের উপর আস্থা ছিল যে কষ্ট করলে সবই সম্ভব।” এভাবেই শুরুর দিকের কথা জানাচ্ছিল এই স্বপ্নবাজ কন্টেন্ট ক্রিয়েটর।

সাবস্ক্রাইবার এর মাইলফলক স্পর্শ করে ইউটিউব থেকে পেয়েছেন সিলভার এবং প্লে বাটন।ভবিষ্যতে ইউটিউব নিয়ে আরও দূর এগিয়ে যেতে চায় আর নতুনদের জন্য কন্টেন্ট ক্রিয়েট এ মনযোগী হওয়ার পরামর্শ এই ইউটিউবারের।

ইতোমধ্যে ফেসবুকে তার অনুসারীর সংখ্যা প্রায় ৮০ হাজার আর ইউটিউবে রয়েছে ১ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার।