ইন্টারনেটে বিখ্যাত হতে ৫০টি কাঁচা ডিম খেলেন যিনি!

ইন্টারনেটে নিজেকে বিখ্যাত বানাতে অনেকেই অদ্ভুত সব কর্মকাণ্ড করেন। এবার তেমনি একটি ঘটনার কথা জানা গেল।

অনলাইনে বিখ্যাত হতে এক চীনা ব্যক্তি কাঁচা ডিম খেয়ে বিখ্যাত বনে গেলেন। তাও একটি-দুটি নয়, ৫০টি কাঁচা ডিম খেয়েছেন মাত্র ১৭ সেকেন্ডে!

আর সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল। অনেকের কাছে এটি একটি বিদঘুটে ভিডিও। কিন্তু এটি বিখ্যাত হতে যথেষ্ট। ৫টি বিশাল সাইজের মগভর্তি কাঁচা ডিম ওগুলোতে। এগুলো একের পর এক গিলছেন তিনি। ছোট ক্লিপটি ফেসবুকে প্রকাশ করেছে ‘ইউনিল্যাড’। ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এটা ‘ভিউ’ হয়েছে ৬০ লাখেরও বেশি!

জানা যায়, প্রতিটা মগে ১০টির মতো ডিম রাখা হয়। অনেকে দেখে জানিয়েছেন ওখানে মোট ৫০টা ডিমই আছে। এই ডিম খাওয়া কী এত সহজ? অথচ ভিডিওতে এগুলো গিলতে তার একটুও কষ্ট হচ্ছে বলে মনে হয়নি। এক গ্লাস থেকে অন্যটাতে যাওয়ার মাঝখানে তাকে বুক ভরে নিঃশ্বাস নিতেও দেখা যায়নি। অসাধ্য সাধন শেষে তিনি ভিক্টরি চিহ্ন দেখান।

এক প্রতিবেদনে বলা হয়, এই মানুষটি ডিমগুলো খাওয়ার দৃশ্য লাইভ স্ট্রিমিং করেন। এটা চীনে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা এমন অদ্ভুত সব কাজ করেছেন, তারাই চীনে বিখ্যাত হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি তার লাইভ স্ট্রিমিং অ্যাকাউন্টে অসংখ্য ফলোয়ার পেয়ে গেছেন।