হায়েনাদের সঙ্গে লড়াই করে স্বামীকে বাঁচালেন স্ত্রী

স্বামীকে বাঁচাতে একদল হায়েনার সঙ্গে লড়াই করেছেন এক নারী। এমনিক এক হায়েনাকে পিটিয়েও মেরেছেন তিনি। সোমবার বিকেলে ভারতের ছত্তিশগড় রাজ্যের কোনদাগাঁও জেলায় এ ঘটনা ঘটে।
খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, ফসলের জমিতে পানি দিতে গিয়েছিলেন নন্দু যাদব নামে এক ব্যক্তি। এ সময় এক দল হায়েনা তাকে ঘিরে ফেলে হামলা চালায়।

নন্দু যাদবের চিৎকার শুনে ছুটে যান তার স্ত্রী সুগনি। তিনি স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে জমিতে খুঁজে পাওয়া একটি লাঠি দিয়ে হায়েনাকে মারতে থাকেন। লাঠির আঘাতে একটি হায়েনা মারাও যায়। তখন দলের অন্য হায়েনাগুলো সেখান থেকে পালিয়ে যায়।

হায়েনার হামলায় নন্দু যাদবের হাত ও পায়ে ক্ষত হয়েছে। ঘটনার পর তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।