ঈদের আগেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন: সৈয়দ আহমদ শফী আশরাফী

কয়েকদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দে মেতে উঠবে সারা বিশ্বের আপামর মুসলিম জনগোষ্ঠী। জিনিসপত্রের আকাশছোঁয়া দামের কারণে জনজীবন নাকাল অবস্থা। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের এবং প্রান্তিক জনগোষ্ঠীর দূর্দিন চলছে। তাদের কষ্ট বোঝার মত কেউ নাই। দীর্ঘদিন ধরে বিনা বিচারে আলেমদেরকে কারাবন্দী করে রাখা হয়েছে। ঈদের আগেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন।

নইলে দেশের এই নাজুক পরিস্থিতিতে ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ জনগণ ফুঁসে উঠলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পরবে বলে হুশিয়ারি দেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টির মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ন্যাশনাল সবুজ বাংলা পার্টি- এনএসবি পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন তৃতীয়পক্ষ যেন গোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তি দেশের মধ্যে বিশৃঙ্খলার পায়তারা করছে। সকল অপশক্তিকে প্রতিহত করে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।