উদানা-ভাস করোনা নেগেটিভ, কেটে গেল শঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের মাত্র কয়েক ঘণ্টা আগেই করোনা হানা দেয় শ্রীলঙ্কা দলে। জানা যায়, দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো করোনা পজিটিভ হন। এছাড়া বোলিং কোচ চামিন্দা ভাসও পজিটিভ হন। অন্যদিকে বাংলাদেশের দুই কর্মকর্তাও পজিটিভ হন। ফলে প্রথম ম্যাচ নিয়ে দেখা দেয় সংশয়। যদিও দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

তবে দুই দলের করোনা আক্রান্ত ক্রিকেটার ও স্টাফদের দ্বিতীয় দফায় করোনা টেস্ট করানো হয়। যেখানে পাঁচজনের মধ্যে চারজনই নেগেটিভ হন। এর ফলে ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তবে একদিনের ব্যবধানে নেগেটিভ হন তিনি। জানা গেছে, কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন সুজন। সতর্কতার জন্য বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। এর আগে শ্রীলঙ্কা সফর থেকে ফেরার পর দু’বার করোনা পরীক্ষা করিয়ে দু’বারই নেগেটিভ হন সুজন।