উপনির্বাচনে রাতে ভোট হওয়ার সুযোগ নেই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সকল ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে যাবে ব্যালট পেপার, তাই উপনির্বাচনে রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই।

বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন।

আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান তিনি।

এসময় সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, বর্তমান নির্বাচন কমিশনের ওপর বিএনপিসহ বিরোধী অন্য রাজনৈতিক দলের আস্থা নেই। ইতোপূর্বে নির্বাচনে অনেক স্থানে রাতেই ভোট কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
পাবনা-৪ আসনের উপনির্বাচনেও এমনটি হবে কিনা?
জবাবে নুরুল হুদা বলেন, ব্যালট পেপার সকালে যাবে। কাজেই রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, পাবনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গত ২ এপ্রিল ইন্তেকাল করায় ওই আসনে আগামী ২৬ সেপ্টেম্বর নির্বাচন হচ্ছে। এতে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলার তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পাটির রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।