এবার ডেঙ্গুতে মুক্তিযোদ্ধা চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা ডা. উইলিয়াম ম্রং। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মুক্তিযোদ্ধা ডা. উইলিয়াম ম্রং ময়মনসিংহ মেডিকেল কলেজের ৯ম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ১১ সেক্টরের অধীনে ঢালু সাব-সেক্টরের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধে বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চরবাঙ্গালিয়া।

ডা. উইলিয়ামের আত্মীয় সুবর্ণ চিসিম জানান, ডা. উইলিয়াম ম্রং গত দুদিন ধরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় এইচডিইউ শাখায় ভর্তি ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে গারো সমাজসহ শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির নেতা রেমন্ড আরেং, ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ভিপি ডা. বিলিয়ম অনিসিম সাংমা, বাগাছাস কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি লিংকন ডিব্রাসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।