কবি তুমি নিবেদিত প্রাণ || এম কে সুমনা

কবি তুমি নিবেদিত প্রাণ
এম কে সুমনা


কবি আবদুল হাই ইদ্রিছী
কলমেতে লিখে যান
গেয়ে যান মানুষের গান।

দিনে রাতে ভালো কাজে
হৃদয়ের বীণ বাজে
রাখিবারে কিছু অবদান।

যদিও তা হয় কম
দিবানিশি হরদম
সদা জাগ্রত তাঁর প্রাণ।

মানুষের বেদনায়
অন্তর ফেটে যায়
নেই কোন পিছুটান!

মনে মনে ভাবা-ভাবি
কোথায় আছে মানুষের দাবী,
কোথায় আছে মানবিক কাজ?

পৃথিবীর চারিপাশ
করবে ফুলের চাষ
বয়ে যাবে সুবাতাস,
শুরু তার হোক তবে আজ।

একদিন প্রানে প্রানে
বাজিবে সে সজীব নি:শ্বাস,
হয়তোবা থাকবেনা
নাম ধরে ডাকবেনা,
তবু তিনি কর্মে
যুগযুগ বেচে রবে
আমার সে বিশ্বাস।

মৌলভীবাজারে
খুজে খুজে হাজারে
পেয়েছি এক নিবেদিত প্রান।

কবি আবদুল হাই ইদ্রিছী
কলমেতে লিখে যান
গেয়ে যান মানুষের গান।