কলাপাড়ায় অতিদরিদ্রদের মাঝে ছাত্রলীগ, যুবলীগের ইফতার বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় নয় শতাধিক অতিদরিদ্র মানুষের মাঝে পৃথক পৃথক ভাবে ইফতার বিতরণ করেছে যুবলীগ ও ছাত্রলীগ’র নেতাকর্মীরা। শুক্রবার শেষ বিকেলে পৌর শহরের শেখ কামাল সেতুর নিচে ফেরিঘাট সংলগ্ন এলাকায় যুবলীগের আয়োজনে ৫ শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা হালদার স্বপন, উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনসহ উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সময় পৌর শহরের ৮ নং ওয়ার্ডে খাদ্য গুদামের সামনের সড়কে ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন জানান, লকডাউন পরিস্থিতিতে কর্মহীন অনেক মানুষেরই ইচ্ছা থাকলেও সাধ্য নেই। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে উপজেলা যুবলীগের পক্ষ থেকে অতিদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। উপজেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পটুয়াখালী ০৪ আসনের সাংসদ মহিববুর রহমানের নির্দেশে উপজেলা ছাত্র লীগ অসহায় কর্মহীনদের পাশে দাড়িয়েছে। রমজান মাসে এ কার্যক্রম অব্যাহত থাকবে।