কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মধ্যে রাতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সোয়া বারোটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।

মৃত ওই কলেজ ছাত্রের নাম মোশাররফ হোসেন (১৯)। সে সোনাহাট স্থলবন্দর কাঁচা বাজার এলাকার আক্কাস আলীর পুত্র ও মোশারফ সোনাহাট ডিগ্রি কলেজের ছাত্র বলে জানাগেছে।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার রাত বারোটার দিকে সোনাহাট স্থলবন্দর থেকে তিন বন্ধু একি মোটর সাইকেলে ভূরুঙ্গামারী সদরে আসছিলো। তারা ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মোশারফ, শরিফুল ও মাইদুল গুরুত্বর আহত হয়। পরে আশ পাশের লোকজন এগিয়ে এসে মুমুর্ষূ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বুধবার ভোরে মোশাররফ হোসেনের মৃত্যু হয়। অপর ২ জন চিকিৎসাধীন আছে।

বঙ্গ সোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।