কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দর ৯ দিন বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের সীমান্তবর্তী ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরটি ৯ দিনের বন্ধ ঘোষনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মুসলিম সম্প্রদায়ের ঈদে মিলাদুন্নবী ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে এক চিঠির মাধ্যমে এ বন্ধের ঘোষণা করা হয়েছে।এসময় সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিব আহমেদ জুয়েল স্থল বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাহাট স্থলবন্দর সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, আগামী ১লা অক্টোবর শনিবার থেকে ৯ই অক্টোবর রবিবার মোট ৯দিনের ছুটি ঘোষনা করছে বন্দর কর্তৃপক্ষ। কেননা হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গা উৎসব ও মুসলিম উম্মাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পণ্য আমদানি রপ্তানিসহ সকল প্রকার দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।

আগামী ১০ই অক্টোবর সোমবার সকাল থেকে সোনাহাট স্থল বন্দরের আমদানি রপ্তানি কাজ শুরু হবে বলে জানা গেছে।
স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিব আহমেদ জুয়েল বলেন,সোনা হাট স্থল বন্দর টানা ৯ দিন বন্ধ থাকবে।

এসময় পণ্য খালাসসহ সকল প্রকার কাজ বন্ধ থাকবে।আগামী ১০ই অক্টোবর থেকে বন্দরটির চালু হবে।
স্থল বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ রহুল আমীন বলেন,দূর্গা পূজা ও ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আগামী ১ থেকে ৯ অক্টোবর সোনাহাট স্থল বন্দর ছুটিতে থাকছে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে তিনি জানান।