পিরোজপুরের মঠবাড়িয়া প্রশ্নপত্র দিতে দেরি হওয়ায় ভাংচুর চালিয়েছে পরীক্ষার্থীরা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষার দিন এ তান্ডব চালায় পরীক্ষার্থীরা। পরীক্ষার প্রশ্নপত্র দিতে দেরি হওয়ায় পরীক্ষা শেষে পরীক্ষা হলের বেঞ্চ টেবিল ও চেয়ার ভাংচুর করে তারা।এছাড়াও কতেক পরীক্ষার্থীরা বিদ্যালয়ের বাথরুমে প্রবেশ করে টাইলস ও বৈদ্যুতিক বাল্ব নষ্ট করেছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব।

এসএসসি পরীক্ষার ওই কেন্দ্রটিতে হল সুপারের দায়িত্ব পালন করেন সোনাখালী মুন্সী আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আলগী পাতাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল সরকার।

কেন্দ্র সচিব অমল সরকার জানান,কে এম লতীফ ইনস্টিটিউশনের মানবিক বিভাগের পরীক্ষার্থীরা দৃশ্যমান কোন কারন ছাড়াই ভাংচুর করেছে। একাধিক বেঞ্চসহ শিক্ষকদের বসার চেয়ার এবং টেবিল ভাংচুর করেছে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাংচুরকারীদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি কেন্দ্র কর্তৃপক্ষ।