কুয়াকাটায় অপহৃতা কিশোরী উদ্ধার, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কুয়াকাটায় প্রাইভেটকারে তুলে নিয়ে অপহরণের ৬ ঘন্টা পর এক কিশোরীকে অক্ষতাবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর পিতা মহিপুর থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুয়েল মুসুল্লীকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পরে অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৯০৬৯৫) জব্দ করে পুলিশ।

মামালা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী তালতলী উপজেলার বগী ইউনিয়নের ওই কিশোরী মটোরসাইকেল যোগে তার খালার বাড়ি কুয়াকাটার উদ্দেশ্যে রয়ানা দেয়। রাত ৮টার দিকে তুলাতলী এলাকায় পৌছলে একটি প্রাইভেটকারে থাকা ৬ যুবক তার মটোরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে জোর করে তাদের প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে ওই কিশোরীর মোটরসাইকেল ড্রাইভারের দেয়া তথ্যনুযায়ী প্রায় ৬ ঘন্টা পর আলীপুরের একটি বিল থেকে ওই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, রাত ৩টার দিকে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার সনাক্তকারী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।