কুয়েত সরকারের পদত্যাগ

বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থার জেরে পদত্যাগ করেছে কুয়েতের সরকার। আজ সোমবার দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কুয়েত সরকারের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ। স্থানীয় দৈনিক আল কাবাস ও আল রাই’র বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, দেশটির বেশ কয়েকজন বিরোধী সংসদ সদস্য কোভিড-১৯ মহামারি, দুর্নীতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ জিজ্ঞাসাবাদের ওপর জোর দিয়েছেন।

সরকারের সঙ্গে বিরোধীদের এই বিরোধে সংসদে আইন প্রণয়নের কাজ থমকে যায়। এ ছাড়া গত বছর করোনাভাইরাস মহামারি এবং তেলের দাম পড়ে যাওয়ায় দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিরোধীদের সঙ্গে অচলাবস্থার কারণে দেশটির অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে সংসদে বাজেট পাসেও বাধার সম্মুখীন হয় সরকার।

এদিকে, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর। তিনি মন্ত্রিসভার এই পদত্যাগপত্র গ্রহণ করবেন কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।