কৃষ্ণচূড়ার রঙে রঙিন ঢাকা

নগরবাসীর বুকের মধ্যে গোপন এমন কষ্ট থাকলেও ইটপাথরের ফাঁকে ফাঁকে কিন্তু উঁকি দেয় নানা রঙের ফুল। ব্যস্ত নগরবাসী হঠাৎ থমকে দাঁড়ান প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে। বিশেষ করে গ্রীষ্মের খরতাপে পোড়া ঢাকা নগরীর রূপকেও বদলে দেয় গ্রীষ্মের ফুলেরা। আগুন ঝরা কৃষ্ণচূড়া ছাড়াও সোনালু আর জারুল ফুলে ছেয়ে যায় গোটা শহর।

অপরূপ সেই সৌন্দর্যে অন্যরকম প্রাণচঞ্চল হয়ে ওঠে গোটা নগরী। প্রকৃতির এই অকৃপণ দান গরমে অতিষ্ঠ নগরবাসীকে খানিকটা স্বস্তি এনে দেয়। গ্রীষ্মে আগুন ঝরা কৃষ্ণচূড়া যত্রতত্র চোখ ধাঁধিয়ে দেয়।